..
আনা, গন্ডা, কড়া, ক্রান্তি, তিল - এর হিসাব পদ্ধতি রেকর্ড…
জরীপ কার্যে ব্যবহৃত গুরুত্বপূর্ন একক সমূহ জরীপ কার্যে…
জরীপ কার্যে ব্যবহৃত গুরুত্বপূর্ন একক সমূহ জরীপ কার্যে…
আমার বহুদিনের ইচ্ছা ছিল আমিন সার্ভে কোর্সটি করার।কিন্তু বিভিন্ন কারণে করতে পারছিলাম না।তারপর হঠাৎ sir এর কোর্সের ব্যাপারে জানতে পারি।শেখানোর পদ্ধতি ্তুলনাহিন।সব থেকে বড়ো কথা বর্তমান সময়ে ওনার মত সৎ,উপকারী ও ভালো মানুষ পাওয়া যাবে না।উনি সবার জন্য একটি নতুন দিগন্ত খুলে দিয়েছেন।এবার আমাদের কাজ হলো সেটাকে যথাযথভাবে কাজে লাগানো।
ধন্যবাদ sir ।
আমি অনেকদিন ধরেই আমিনের কাজের সঙ্গে যুক্ত। তবে কাজ করতে গিয়ে বুঝতে পারতাম—সঠিকভাবে দক্ষতা অর্জনের জন্য একটি পূর্ণাঙ্গ দিকনির্দেশনা ও অভিজ্ঞ কারো পথপ্রদর্শন অত্যন্ত জরুরি। ঠিক তখনই আমি স্যারের তৈরি "আমিন সার্ভে ও দলিল লেখন COMBO কোর্স" সম্পর্কে জানতে পারি।
স্যারকে পেয়ে আমি সত্যিই অনেক উপকৃত হয়েছি। তাঁর নিখুঁত শেখানোর ধরন, বাস্তবভিত্তিক আলোচনা, পরিশ্রমী মানসিকতা এবং সহজবোধ্য উপস্থাপনা আমাকে আমার পেশাগত জ্ঞান ও দক্ষতা আরও গভীরভাবে বুঝতে সাহায্য করেছে।
স্যার কেবল একজন শিক্ষক নন—তিনি আমাদের মতো অসংগঠিত কিন্তু আগ্রহী শিক্ষার্থীদের জন্য এক নির্ভরযোগ্য অভিভাবক। তাঁর মতো সহানুভূতিশীল, গঠনমূলক চিন্তাধারাসম্পন্ন এবং সময়োপযোগী মানুষ আজকের দিনে সত্যিই বিরল।
স্যার আমাদের সকলের জন্য একটি নতুন দিগন্তের পথ উন্মোচন করে দিয়েছেন। এখন আমাদের কর্তব্য হলো—এই মূল্যবান শিক্ষাকে যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের দক্ষ করে তোলা এবং স্যারের প্রচেষ্টাকে সফল করে তোলা।
স্যারকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা, গভীর শ্রদ্ধা ও শুভকামনা।
ধন্যবাদ, স্যার।
I recently completed the Amin Survey & Deed Writing Combo Course, and I must say, it was one of the most informative and practical online training programs I’ve taken.
The course is very well-structured, covering both theoretical and hands-on aspects of land surveying, plot measurement, and deed drafting. The Amin Survey modules explain everything from basic land laws, types of land records, chain surveying, compass work, and use of modern tools like Total Station and GPS – all in simple, understandable language.
The Deed Writing section is equally impressive. It walks you through the essential components of various legal documents like sale deeds, gift deeds, affidavits, lease agreements, and more. Sample formats and real-world tips were especially useful for anyone aiming to work in legal documentation or land registry services.
The best part? The instructors are experienced and responsive. Even though it’s an online course, I felt guided throughout. The combo format is a great value for money – instead of enrolling in two separate courses, I got the complete package in one.
Whether you're a beginner hoping to become a licensed Amin or a legal assistant aiming to specialize in land matters, this course is a great investment in your career.
Highly recommended for students, government job aspirants, field workers, and even practicing professionals in the land and legal sectors.
Many many thanks to Prasanta Sir.
SSRK Digital-এর মাধ্যমে যে সমস্ত কোর্স গুলো বিগত এক বছর যাবত শিখলাম যেমন আমিন সার্ভে এবং দলিল লিখন, মুদ্রন ও প্রনয়ন B-SU, ডিজিটাল ভূমি পরিমাপ - Basic ইত্যাদি, তার প্রত্যেক টা কোর্স-ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমার ক্ষেত্রে আমিন সার্ভে এবং Auto Cad-র মাধ্যমে drawing, এই দুটো বিষয় শেখার দীর্ঘদিনের ইচ্ছে ছিল যেটা SSRK Digital-এর মাধ্যমে পূর্ণতা পেল। শেখানোর পদ্ধতি এবং দক্ষতা online platform-এও যে এত সুন্দর ভাবে দেওয়া যায় বা উপস্থাপনা করা যায় সেটা SSRK Digital-এর শিক্ষক Prasanta Samanta মহাশয়-এর থেকে শিক্ষা নেওয়ার পরে বুঝতে পারছি । স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি স্যারের কাছে কোর্সে করার আগেই সার্ভের সার্টিফিকেট পেয়ে গেছিলাম কিন্তু সঠিক ভাবে জানতাম না যে ফিল্ডে গিয়ে কি কি সমস্যা হতে পারে বা কি করে সঠিক ভাবে কাজ করবো । কিন্তু স্যার কাছে দুটো কোর্স করার পর সেগুলো খুব ভালো ভাবে শিখতে পেরেছি এবং আশাকরি এই মূল্যবান শিক্ষাটা সারাজীবন কাজে লাগাতে পারব । ধন্যবাদ স্যার
প্রথমত স্যারকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। অনলাইনে এরকম একটা আমিন সার্ভে ও দলিল লিখন COMBO কোর্স উপহার দেওয়ার জন্য। স্যার বেসিক লেভেল থেকে প্রতেকটি বিষয় এতো সুন্দর করে বুঝিয়েছেন যে ধন্যবাদ দিয়ে শেষ করা যায় না।
কীভাবে একজন দক্ষ আমিন সার্ভেয়ার হওয়া যায় সেটা থিওরি এবং প্র্যাকটিক্যাল এর মাধ্যমে সেটার দিক নির্দেশনা প্রদান করেছেন স্যার। এই অনলাইন কোর্স না করলে জানতেই পারতাম যে একটু গনিত ও ক্যালকুলেসান এর জ্ঞ্যান থাকলেই সহজেই একজন সুদক্ষ সার্ভেয়ার হওয়া যায়।
পরবর্তীতে দলিল লিখন এর কোর্স টা করে কীভাবে দলিল লিখতে হয় ও মিউটেশন করতে হয় সেটা ও শিক্ষা লাভ করেছি।
পরিশেষে বলতে চাই স্যার এর যখন ই সাহায্য দরকার হয়েছে আমিন সার্ভের কাজে বা দলিল লিখন এর কাজে স্যার সেটা র কাজ শেষ না হওয়া পর্যন্ত সাহায্য করেছেন।
আবার ও স্যারকে অনেক অনেক ধন্যবাদ।
স্যার কে প্রণাম জানিয়ে এই কোর্স সর্ম্পকে কয়েকটি কথা যা না বললেই নয় , অনলাইনে আমিন সার্ভে ও কম্বো কোর্স যে এত ভালো ভাবে শিখতে পারবো তা স্যারের কাছে ক্লাস না করলে বুঝতে পারতাম না নিজে একটা ইনস্টিটিউ থেকে আগে করেছি তাই পার্থক্যটা বুঝেছি । প্রতিটি বিষয়কে উনি যথেষ্ট সময় দিয়ে হাতে কলমে ধরে ধরে বুঝিয়েছেন, আমি ধৈর্য্য হারিয়ে ফেললেও স্যার বোঝানোর ধৈর্য্য হারাননি , আমাদের সমস্ত সমস্যার সমাধান উনি করেছেন। কোর্সটি শেখার ফলে আমার সামনে কাজের নতুন দিক খুলে গেছে যার দ্বারা আমি কিছু কাজ করতে পারছি ও কিছু মানুষকে সহযোগিতা করতে পারছি ।ওনার কাছে কোর্সটি না করলে জমি জায়গা সম্পর্কিত বিষয়গুলি কোনোদিন হয়তো এভাবে জানতেই পারতাম না , এর জন্যে স্যারকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।