Mission & Vission
- আমাদের প্রতিষ্ঠান, SSRK Digital, সমগ্র পশ্চিমবঙ্গে আমিন সার্ভে, অটোক্যাড, দলিল লিখন, মুদ্রন ও প্রনয়ন এবং মিউটেশন বিষয়ক অনলাইন শিক্ষা প্রদান করে।
SSRK Digital-এর সাথে আমিন সার্ভে, অটোক্যাড, দলিল লিখন, মুদ্রন ও প্রনয়ন এবং মিউটেশন বিষয়গুলো শিখে আপনি এই ক্ষেত্রে দক্ষতা অর্জন করে ভালো ভবিষ্যত গড়তে পারবেন।
- আমাদের প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ভূমি সংক্রান্ত সমস্ত বিষয়ে উচ্চমানের প্রশিক্ষণ প্রদান করা এবং তাদেরকে বাস্তব জ্ঞান ও দক্ষতা দিয়ে সমৃদ্ধ করা।
- আমাদের ভিশন হল আমিন সার্ভে এবং দলিল লিখন, মুদ্রন ও প্রনয়ন পদ্ধতি শিখতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি উন্নত মানের শিক্ষা প্ল্যাটফর্ম তৈরি করা।
আমরা চাই পশ্চিমবঙ্গের প্রতিটি কোণের মানুষকে সহজভাবে, সাশ্রয়ী মূল্যে এবং উচ্চ মানের শিক্ষা প্রদানের মাধ্যমে জমি সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি করে স্বচ্ছ ও টেকসই ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে।