আমিন সার্ভে টি আমি ভালো ভাবেই শিখছি এবং ফিল্ডে কাজ করছি ও লোকাল এক জন আমিন বাবুর সঙ্গে প্যাকটিস করছি। ত্রিভূজ পদ্ধতির অঙ্ক গুলি ,ত্রিভূজ বিভাগ বন্টন , অজানা বাহুর মান নিনয়, শিখতে পারছি যা আগে এতো ভালো করে পারতাম না, প্রশান্ত বাবুকে ধন্যবান জানাই আমাকে শেখানোর জন্য।